হৃত্বিক-সুজানের বিচ্ছেদ নিয়ে একটানা দীর্ঘদিন ঝড় বয়ে গেছে রোশন পরিবারে। ২ অক্টোবর ‘ব্যাং ব্যাং’ মুক্তির আগে ছবির প্রচারে গিয়ে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখছেন হৃত্বিক-ক্যটরিনা। একটি ট্যাবলয়েডের খবর অনুযায়ী, পর্দার বাইরে হৃত্বিক-ক্যাট জুটিকে নিয়ে গুজব-গসিপ এড়াতেই এই সিদ্ধান্ত হৃত্বিকের।
‘ব্যাং ব্যাং’ ছবির কাজ শুরুর সময় থেকেই বি-টাউনের খবরের শিরোনামে বারবার উঠে এসেছে হৃত্বিক-ক্যাটরিনার নাম। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ব্যাং ব্যাং’ ছবির প্রথম গান ‘তু মেরি’৷ সংবাদ মাধ্যমের সামনে এই গানের প্রচার করতে এসে যথেষ্ট সংযত ছিলেন হৃত্বিক-ক্যাটরিনা। অন স্ক্রিন কেমেস্ট্রি যতটা রোমান্টিক তার বিন্দুমাত্র প্রকাশ পায়নি ‘তু মেরি’-র প্রচারে৷
জানা গেছে, হৃত্বিক-ক্যাটরিনা কেউই কাউকে উপেক্ষা করছেন না, তাঁরা শুধু নিজেদের নিছক বন্ধুত্বের আঁচটুকু সবার সামনে তুলে ধরতে চাইছেন না।