অপরাধ দমনে সচেতনতা বৃদ্ধির জন্য ইন্টারপোলের নতুন দূত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ভারতীয় তারকাদের মধ্যে শাহরুখই প্রথম অভিনেতা যিনি ইন্টারপোলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেলেন। এর আগে কুংফু তারকা জ্যাকি চ্যানও এই সংস্থার দূত হিসেবে কাজ করেছেন। এই প্রচারাভিযানকে সমর্থন জানান ফুটবলার লিওনেল মেসিও।
পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশি সংগঠন ইন্টারপোল হলো ইন্টারন্যাশনাল পুলিশ এর সংক্ষিপ্ত রূপ। ১৯০টি দেশে এ প্রতিষ্ঠানটি কাজ করে। মাদকদ্রব্য পাচার, আদম পাচার, জালকরণ, সাইবার অপরাধ, অপহরণ, শিশু নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিই এর লক্ষ্য।
ফ্রান্সের লিওনে অবস্থিত ইন্টারপোলের প্রধান অধিদফতর থেকে দেওয়া এক বিবৃতিতে শাহরুখ বলেছেন, ‘অপরাধ দমন প্রচারাভিযানের দূত হিসেবে ইন্টারপোলের সদস্য হওয়া আমার জন্য বিশেষ এক সম্মান। আমি বিশ্বাস করি, অপরাধের বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াতে পারবো। কারণ খুব সংখ্যক মানুষই অপরাধে লিপ্ত থাকে। সেই অপরাধ যেই করুকনা কেন শাস্তি তাকে পেতেই হবে।’