সম্প্রতি প্রচারিত গ্রামীণফোনের ফিশিং বিজ্ঞাপনটি দিয়ে ফের আলোচনায় উঠে এসেছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। এবারের বিজ্ঞাপনে প্রচারিত মাছের তো ‘ম’ও দেখা যাচ্ছে না—ডায়লগটি এখন সবার মুখে মুখে। এর আগে এ মোবাইল কোম্পানিরই বাঁশে তেল মাখানো বন্ধ করেন... আরামসে উঠে যাবে— ডায়লগটি দিয়ে বোদ্ধাদের নজর কেড়েছিলেন সাবিলা। সেই ধারাবাহিকতায় এ পর্যন্ত তার পথ চলা।
গ্রামীণফোনের বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন বাফা থেকে নৃত্যে প্রথম শ্রেণীতে ডিপ্লোমা অর্জনকারী এই মডেল। এছাড়া প্রাণ, ইউনিলিভার ও স্যামসাংসহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞপনেও নিজেকে জড়িয়েছেন। পড়াশোনার জন্য মাঝে ছোটখাটো একটা বিরতি দিয়েছিলেন। বিরতির পরপরই নতুন উদ্যামে পথ চলা শুরু করেন। অন্যদিকে ঈদের সময় প্রচারিত ইউর্টান টেলিফিল্মে সাবিলার অভিনয় নজর কেড়েছে সবার। এ নাটকে ভিন্ন রকম চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন।
বর্তমানে বাংলাভিশনে প্রচারিত স্টার ওয়ার্ল্ডের উপস্থাপনা করছেন তিনি। প্রতি বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে এটি।