বিয়ে করেছেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। গত ২৩ আগস্ট ফ্রান্সে হয়ে গেলো তাদের কাঙ্ক্ষিত বিয়ে। নয় বছর প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিখ্যাত এই যুগল।
ফ্রান্সে নিজেদের বাড়িতে ঘরোয়া পরিসরে পিট ও জোলির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু ছিলেন।
বিয়ের আগে স্থানীয় বিচারকের কাছ থেকে বিয়ের লাইসেন্স সংগ্রহ করেন ৫০ বছর বয়সী পিট ও ৩৯ বছর বয়সী জোলি। ওই বিচারকই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন।
দুই বছর আগে জোলির অনামিকাং আংটি পরিয়ে দেন পিট। ওটার ডিজাইনারও ছিলেন পিট। তারা ফ্রান্সেই বিয়ে করবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে গত বছর। কিন্তু দু’জনে বিয়ের যুতসই দিনক্ষণ নির্বাচন করতে পারছিলেন না। শেষমেষ ২৩ আগস্টকেই বেছে নিলেন তারা।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অভিনয় করতে গিয়ে পিট ও জোলি একে অপরের প্রেমে পড়েন।
জোলি এর আগে অভিনেতা জনি লি মিলার ও বিলি বব থর্নটনের ঘরণী ছিলেন। আর পিট সংসার করেছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে।