গায়িকা ন্যান্সিকে নিয়ে এখন চারদিকে হাসির রোল। সবাই মনে করছেন, ন্যান্সি রাজনীতিতে আসার জন্যই নানা 'নাটক' করে বেড়াচ্ছেন। কিন্তু নাটকগুলো ছেলেমানুষী বলেই মনে করছেন সবাই। কারণ ধীরে ধীরে ন্যান্সি নিজেই নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ প্রকাশ করছেন। সম্প্রতি একটি পত্রিকায় সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমার জীবনের শেষ ইচ্ছা আমি তারেক রহমানের সঙ্গে একবার দেখা করতে চাই'।
সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক দল বিএনপিতে যোগ দেবেন বলেও মন্তব্য করেন। সাক্ষাৎকারটি প্রকাশ হলে ন্যান্সি নিজেই সেটা ফেসবুকে শেয়ার করে দিয়েছেন। এ নিয়ে ফেসবুকে শুরু হয় ব্যাপক হাসাহাসি। সবাই ন্যান্সিকে নিয়ে সমালোচনা করেন। বেশির ভাগ ফেসবুকারই মন্তব্য করেছেন, রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্যই ন্যান্সি সর্বশেষ আত্দহত্যার 'নাটক' করেন। কারণ তিনি ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন, বিএনপির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় সরকার সমর্থকরা তার বিভিন্ন স্টেজশো বাতিল করছেন। এতে তিনি জীবিকা নির্বাহ করতে পারছেন না। তাই ঘুমের বড়ি খেয়ে ঘুমানোর চেষ্টা করেছেন। পরে অসুস্থ হয়ে পড়লে সবাই আত্দহত্যা বলে প্রচার করেছে।
ফেসবুকারদের মতে, দেশে বিএনপি সমর্থকশিল্পী অনেক আছেন। সবাই ঠিকমতোই স্টেজশো করছেন, নতুন নতুন গান গাইছেন। তাদের কোনো সমস্যা হলো না, ন্যান্সিকে নিয়ে কেন!
এদিকে 'জীবনের শেষ ইচ্ছা তারেক রহমানের সঙ্গে দেখা করা' নিয়ে হাসাহাসি হওয়ায় ন্যান্সি গতকাল স্ট্যাটাস দিয়েছেন, তিনি কথাটা এভাবে বলেননি। সাংবাদিকরা বাড়িয়ে লিখছেন। এটা হলুদ সাংবাদিকতা। কিন্তু ন্যান্সি নিজেই তার সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার দিয়েছিলেন। তাই ন্যান্সির স্ট্যাটাস নিয়ে ফেসবুকে নতুন করে আবার সমালোচনা শুরু হয়েছে।