উদয় চোপড়ার পর 'ম্যায় তেরা হিরো'র সহশিল্পী বরুণ ধাওয়ানকে জড়িয়ে নানা গল্প তৈরি হয়েছিল আমেরিকান মডেল কাম বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরিকে ঘিরে। কিন্তু তাচ্ছিল্যের সঙ্গে যাবতীয় 'গুজব' অস্বীকার করলেন নতুন এ সেনসেশন। তা ছাড়া ডেটিং কী করে করতে হয়- তা ভারতীয় ছেলেদের শেখা উচিত বলেও মন্তব্য করেন ফাখরি। রীতিমতো ডেটিং টিপস দিয়েছেন তিনি। ৩৪ বছর বয়সী এ তারকা বলেন, 'গুজব রটেছে আমি নাকি কার সঙ্গে রাতভর নাচানাচি করেছি। অথচ আমি তাকে চিনিই না।'
ভালো ডেটিংয়ের বিষয়ে জানতে চাইলে নার্গিস বলেন, 'ভারতীয় ছেলেদের ডেট করা শেখা উচিত। খুব একটা খরুচে হওয়ার দরকার নেই, তবে সৃজনশীলতা থাকা চাই। মেয়েটাকে ডেটের জন্য বলুন। মজার একটা কিছু করুন। তবে ভুলেও কিছু আশা করা যাবে না। এটাই আসল কথা। কখনই কিছু আশা করবেন না। একটা ভালো সময় কাটান। সুন্দর করে কথা বলুন।'
নার্গিস এও স্বীকার করলেন, তিনি নিজেও এই ফর্মুলা অনুসরণ করেন এবং একটা 'আদর্শ মান' বজায় রেখেই ডেট করেন। এর নিচে নামেন না!