কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা এবং নির্মাতা অঞ্জন দত্ত এখন ঢাকায়। তিনি প্রথমবারের মতো বাংলাদেশের ছবি নির্মাণ করতে যাচ্ছেন। আর এ ছবির অভিনয়শিল্পী চূড়ান্ত করছেন তিনি এখন। এর আগে তিনি বিদ্যা সিনহা মিমকে ছবির প্রধান অভিনেত্রী হিসেবে চূড়ান্ত করেন। বুধবার চূড়ান্ত করেছেন অভিনেতা নিরবকে। বিষয়টি নিশ্চিত করেছেন নিরব নিজেই। তিনি বলেন, 'কথাবার্তা চূড়ান্ত। চুক্তিবদ্ধও হয়ে গেছি।'
ছবির শিরোনাম 'মন বাকসো'। এটি লিখেছেন তুষার আবদুল্লাহ। জানা গেছে, এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন মিম। তার চরিত্রের নাম মৈত্রী। মিমের বাবার চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত। আর নিরব অভিনয় করবেন মিমের প্রেমিকের চরিত্রে। তার নাম দৈর্ঘ্য। গল্পে দেখা যাবে- বাবার কারণে মৈত্রী নিজের জীবনে এলোমেলো। সে একেক সময় একেক ছেলের সঙ্গে প্রেম করে। শেষে দৈর্ঘ্যের প্রেমেও পড়ে। আবার ব্রেকআপও করে দেয়। কিন্তু বেঁকে বসে দৈর্ঘ্য।
অঞ্জন দত্তের নির্মাণে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, 'মিটিংয়ে দাদা আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি আমার কোনো ছবি দেখেছ? আমি বলেছি, দেখিনি। তবে আপনার গানের ভক্ত আমি। আপনার সব গানই আমার সংগ্রহে আছে। আমার বন্ধু-বান্ধব আমার কাছ থেকে অ্যালবাম নিয়ে আপনার গান শুনত।' নিরব আরও বলেন, 'দাদার নির্মাণের অনেক প্রশংসা শুনেছি। তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত'।
আসছে নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে।