সিঙ্গাপুর বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।
হ্যাঁ, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো 'দর্পণ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম। কলকাতা থেকে অ্যাম্বাসেডর হয়েছেন নায়ক প্রসেনজিৎ। ১০ থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
'বৃহন্নলা' ছবিটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
সচরাচর যে ধরনের আর্ট ফিল্ম তৈরি হয় তার চেয়ে বৃহন্নলা একেবারেই আলাদা। এ ছবির গল্প ও নির্মাণ ফার্স্ব এবং স্মার্ট। একটি গাছ নিয়ে হিন্দু-মুসলিমের মধ্যে দ্বন্দ্ব এবং এর মধ্যে আবার প্রেম।
নতুন ছবি প্রযোজনায় এলেন।
হ্যাঁ, ছবির নাম 'বিয়ের ফাঁদে'। কলকাতার সঙ্গে যৌথভাবে নির্মাণ করছি। পরিচালনা করবেন বাসু চ্যাটার্জি। এখান থেকে আমি ও একজন নায়িকা আর কলকাতা থেকে মুনমুন সেন ও রাইমা সেন অভিনয় করবেন।
আর 'এক কাপ চা'?
এই তো, আর বেশি দিন নয়। সেন্সরে জমা পড়েছে। শুভ দিনক্ষণ দেখে দর্শকের সামনে পরিবেশন করব এক কাপ চা। আসলে এই ছবি করতে গিয়ে জুতা সেলাই থেকে শুরু করে চণ্ডিপাঠ, সবই আমাকে একাই করতে হয়েছে।
দুই বাংলায় অভিনয়?
বেশ ভালোই চলছে। এখানে মৌসুমীর পরিচালনায় 'শূন্য হৃদয়', গুলজারের 'মন জানে না মনের ঠিকানা' এবং ওপার বাংলায় ফিরে যাস না, তুমি যদি আমার হতে, সাঁজের জোনাকি, আকর্ষণসহ আরও কয়েকটি ছবিতে কাজ করছি। এ ছাড়া সম্প্রতি আনজাম মাসুদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনেও কাজ করলাম।
* আলাউদ্দীন মাজিদ