১ সেপ্টেম্বর শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব
আগামী ১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে আট দিনব্যাপী গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের আয়োজনে এতে ১৬টি নাটক মঞ্চায়ন করা হবে। এ আয়োজনে থাকছে মঞ্চনাটক, পথনাটক, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। ভারতের তিনটি নাট্যদলসহ বাংলাদেশের ১৪টি নাট্যদল এ উৎসবে অংশগ্রহণ করছে। উৎসবে অংশগ্রহণকারী নাট্যদলগুলো হচ্ছে- নাগরিক নাট্যসম্প্রদায়, চুপকথা, জয়যাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, আগন্তুক, আরণ্যক, থিয়েটার, লোকনাট্যদল, যুগাগি্ন, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, ঢাকা থিয়েটার, অরিন্দম নাট্যসম্প্রদায়, মহাকাল নাট্যসম্প্রদায় এবং অনীক। নাটক ছাড়াও এ উৎসবের সাংস্কৃতিক পর্বে আবৃত্তি পরিবেশন করবে প্রকাশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, কণ্ঠশীলন, কথা আবৃত্তিচর্চা কেন্দ্র, মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র, মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ ও স্বরশ্রুতি। এ উৎসবে পথনাটক পরিবেশন করবে- নাটনন্দন, ইউনিভার্সেল থিয়েটার, মৈত্রী থিয়েটার, নাট্যধারা, নাট্যযোদ্ধা, চন্দ্রকলা থিয়েটার ও অবয়ব নাট্যদল। সংগীত পরিবেশন করবে ঋষিজ শিল্পীগোষ্ঠী, নন্দন, বহ্নিশিখা, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হল ছাড়াও একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন। আগামী ৮ সেপ্টেম্বর শেষ হবে এ নাট্য ও সাংস্কৃতিক উৎসব।
আজ 'ষোড়শী'
আজ সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে সংলাপ গ্রুপ থিয়েটারের নাটক 'ষোড়শী'। নাটকটির নির্দেশনায় রয়েছেন মোস্তফা হীরা। 'ষোড়শী' শক্তিমান কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অপূর্ব সৃষ্টি। তদানীন্তন সমাজ ব্যবস্থার চিত্রটা অত্যন্ত পরিষ্কার ও জোরালোভাবে উঠে এসেছে এ নাটকে। অভিনয়শিল্পীরা হলেন- শাকিল আহমেদ, মাসুদ আলম বাবু, মো. শহীদুল ইসলাম খোকন, মো. হাবিবুর রহমান হাবিব, আজমেরী সুলতানা লাকী, তামান্না মেহের পপি, মাসুদ আলম বাবু প্রমুখ।
২ সেপ্টেম্বর ডলি বসুর নাটক 'আত্দীয়স্বজন'
২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে ভারতের চুপকথা নাট্যদলের নাটক 'আত্দীয়স্বজন'। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করবেন ভারতের জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রাশির অপলা রায়খ্যাত ডলি বসু। অপলা রায়খ্যাত ডলি বসুর অসামান্য জনপ্রিয়তায় এ নাটকটির টিকিট ইতিমধ্যে অগ্রিম বিক্রি হয়ে গেছে বলে জানান গঙ্গা-যমুনা নাট্যোৎসবের সঙ্গে সংশ্লিষ্টরা।
কাল শেষ হচ্ছে আট দিনব্যাপী
সাহিত্যনির্ভর নাট্য আয়োজন
কাল শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে আট দিনব্যাপী সাহিত্যনির্ভর নাট্য আয়োজন। সমাপনী দিনে মঞ্চায়ন হবে ঢাকা শিল্পকলা একাডেমি, জামালপুর শিল্পকলা একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি, পাবনা, ঠাকুরগাঁও, পিরোজপুর ও শরীয়তপুরের নাটক। গত ২৩ আগস্ট শুরু হয় সাহিত্যনির্ভর নাটকের আট দিনব্যাপী এ আয়োজন।
স্বরবিথীর ২৬ বছর পূর্তি
আগামী ৩১ সেপ্টেম্বর বিকালে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে স্বরবিথী নাট্যদলের ২৬ বছর পূর্তির অনুষ্ঠানমালা। আলোচনা, নাগরিক সম্মাননা ও রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' নাটক মঞ্চায়ন দিয়ে সাজানো হয়েছে ২৬ বছর পূর্তি আয়োজন। এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন ঢাকা-৭ এর সংসদ সদস্য হাজী মো. সেলিম। বিশেষ অতিথি থাকবেন পরেশ আচার্য ও ঝুনা চৌধুরী।