হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি এবার ক্যামেরার সামনে আরো খোলামেলা হচ্ছেন। তাদের নতুন ছবি ‘বাই দ্যা সি’তে বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তে তাদের এক সঙ্গে দেখা যাবে। সমুদ্রের স্বচ্ছ পানির নিচে এসব দৃশ্য ধারণ করা হবে বলে জানিয়েছেন তাদের এক মুখপাত্র।
সেই ২০০৫ সাল থেকে পিট এবং জোলি প্রেম করে আসছেন। শেষ পর্যন্ত গত সপ্তাহে ফ্রান্সে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ছয় পালক সন্তানের পিতা-মাতা জোলি এবং পিট হলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতি।