দ্বিতীয় বারের মতো স্পেনের তারকা খেলোয়াড় জেরার্ড পিকের সন্তানের মা হতে চলেছেন সঙ্গীত শিল্পী শাকিরা। কলোম্বিয়ার এই গায়িকা তার ফেসবুক এবং টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন।
গ্রামি অ্যাওয়ার্ড জয়ী এই তারকা লিখেছেন, ‘হ্যা আমরা দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষো করছি। আপনাদের মঙ্গল কামনার জন্য সবাইকে ধন্যবাদ।’
গত বছর পিকের চেয়ে প্রায় ১০ বছরের বড় শাকিরার কোলজুড়ে আসে মিলান পিকে মিবারাক নামের প্রথম সন্তান।