এবার চলচ্চিত্রে অভিনয় করবেন প্রখ্যাত সংগীতশিল্পী মাকসুদুল হক। তাও আবার প্রধান চরিত্রে। এমনটি জানালেন এই চলচ্চিত্রের নির্মাতা শহীদুল হক খান। চলচ্চিত্রের শিরোনাম 'নেশার লাঠিম ঝিম ধরেছে'। এতে মাকসুদ অভিনয় করবেন প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন, সোহেল রানা ও কাজী হায়াৎ-এর সঙ্গে। এর পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। নির্মাতা বলেন, সমাজের নানা অবক্ষয় আর অসঙ্গতি তুলে ধরে নির্মাণ হবে চলচ্চিত্রটি। এতে সুস্থ বিনোদনের সব উপকরণ থাকছে। তা ছাড়া চার বরেণ্য শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। এদিকে এই নির্মাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে 'হৃদয়ে নজরুল' শিরোনামে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করবেন। এর মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোহেল রানা। সংগীত পরিচালনা করবেন শবনম মুশতারি। এ ছাড়া এই নির্মাতার 'আমার পিরানের কোনো মাপ নেই' চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায়। কবি ও সংসদ সদস্য কাজী রোজী এ চলচ্চিত্রের গল্প লিখেছেন। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। শহীদুল হক খান আশির দশকে 'কলমিলতা' চলচ্চিত্রটি নির্মাণ করে বিখ্যাত হয়ে আছেন। বহু সফল ছবি নির্মাণ করেছেন তিনি।