আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা ইন্টারপোলের দূত নির্বাচিত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। 'টার্ন ব্যাক ক্রাইম' নামের এক কর্মসূচির জন্য কাজ করবেন তিনি।
অপরাধ দমনে কিভাবে সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ ভূমিকা পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন করা হবে এই কর্মসূচির মাধ্যমে। আন্তর্জাতিক এই কর্মসূচিতে প্রথম ভারতীয় নাগরিক হিসেবে কাজ করবেন শাহরুখ।
সম্প্রতি এক বিবৃতিতে শাহরুখ বলেন, এটি নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার যে, আমি এমন একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে আমাদের সবার কাজ করা উচিত। এই কর্মসূচির জন্য কাজ করছেন চীনা অভিনেতা জ্যাকি চ্যান। এ ছাড়াও আছেন ফুটবলার লিওনেল মেসি এবং ফর্মুলা ওয়ান রেসিং-এর ফার্নান্দো আলনসো এবং কিমি রাইককোনেনের মতো তারকারা।