মরমী কণ্ঠশিল্পী আবদুল আলীমের মেয়ে নূরজাহান আলীমের প্রথম একক অ্যালবাম 'মাঝি' প্রকাশিত হয়েছে। অ্যালবামটি প্রকাশ করেছে সিডি চয়েস। এ অ্যালবামের 'তুই যে আমার মনের পাখি' গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর আবদুল আলীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউবে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে। পরদিন সকালে রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে 'মাঝি' অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। 'তুই যে আমার মনের পাখি' গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রতীক হাসান। গানটি লিখেছেন ও ভিডিওটির নির্দেশনা দিয়েছেন জিয়াউদ্দিন আলম। 'মাঝি' অ্যালবামে মোট ৭টি গান রয়েছে। অন্যগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, জীবন, এ মিজান ও সেজুল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ, নাজির মাহমুদ, পঙ্কজ ও মুশফিক লিটু।