‘সুখে থেকো’ কথাটা মুখে বলা যতটা সহজ সুখে থাকা ঠিক ততটা সহজ নয়। আর সেটাই পর্দায় তুলে ধরতে বড়া পর্দায় আসতে চলেছে ছবি ‘সুখে থেকো’।
পরিচালক সাধন কুমারের পরিচালনায় দ্রুত চলছে এই ছবির শ্যুটিং। এছাড়াও ছবির গল্প লেখক ও প্রযোজকের ভূমিকায় রয়েছে সাধন কুমার।
ছবির গল্প কুমারেশ চ্যাটার্জিকে ঘিরে। তিনিই এই ছবির প্রাণকেন্দ্র। ছোট বেলায় বাবা মা করে হারিয়ে কাকার কাছেই মানুষ হয় সে। গানের দিকে তার খুব ঝোঁক। জীবনের সঙ্গে কুমারেশের লড়াই তার বিবাহিত জীবনের নানা ঘাত প্রতিঘাতও পরকীয়া নিয়েই তৈরি হয়েছে এই ছবি।
ইতিমধ্যেই মুর্শিদাবাদে হয়েছে এই ছবির শ্যুটিং। শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন সুপ্রিয়া দেবী, মনোজ মিত্র, চিণ্ময় রায়, দেবিকা মুখার্জি ও নিমু ভৌমিক। ছবিতে কুমারেশের চরিত্রে অভিনয় করছেন তাপস পাল। এছাড়াও ছবিতে রয়েছেন দেবশ্রী রায়, শতাব্দী রায়, সৌমিত্র চ্যাটার্জী, মাধবী মুখোপাধ্যায় প্রমুখ।