কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন মাহি। কদিন ধরে এমন খবর প্রচার হলেও মাহি জানান বিষয়টি এখনো চূড়ান্ত নয়। কারণ ভিসা-সংক্রান্ত জটিলতা রয়েছে। অন্যদিকে ঢাকার প্রযোজনা সংস্থা হিসেবে জাজ মাল্টিমিডিয়ার নাম পাওয়া গেলেও এ সংস্থার কর্ণধার আবদুল আজিজ বাংলাদেশ প্রতিদিনকে একই কথা বলেন। তার কথায় সবই ঠিক আছে। কিন্তু এখনো অনেকের ভিসা হয়নি। ভিসা না পেলে যৌথ আয়োজনের এই নির্মাণ বাতিল হতে পারে।
এর আগে অবশ্য একটি সূত্র জানায়, কলকাতার এসকে মুভিজ এবং ঢাকার জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে নির্মাণ করবে চলচ্চিত্র 'রোমিও ভার্সেস জুলিয়েট'। এটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা অশোক পতি। আর এই চলচ্চিত্রে মাহির বিপরীতে থাকবেন টালিগঞ্জের নায়ক অংকুশ। ১৬ সেপ্টেম্বর থেকে লন্ডনে একটানা ২০ দিন শুটিং চলবে। এ ছাড়া কলকাতা এবং বাংলাদেশেও এর চিত্রায়ণ হবে। ঢাকার শিল্পীদের মধ্যে আরও থাকবেন মিশা সওদাগর, কাবিলাসহ অনেকে। রোমান্টিক কমেডি ধাঁচের এই চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই।
মাহি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'সবই ঠিক আছে, কিন্তু আমার মায়ের ভিসা এখনো পাওয়া যায়নি। মাকে ছাড়া একা ২০ দিন আমি বিদেশে থাকব কীভাবে? তাই মা যদি যেতে না পারেন তাহলে হয়তো আমার পক্ষে কাজটি করা সম্ভব হবে না'।
মাহির কথায় বোঝা যায়, পুরো প্রক্রিয়া চূড়ান্ত। কিন্তু মাহির ব্যাপারটি নির্ভর করছে তার মায়ের ভিসার ওপর। মাহির মা যদি ভিসা পান তাহলে মাহি যাবেন শুটিং করতে।
তাই চলচ্চিত্রপাড়ায় মৃদু আলোচনা হচ্ছে, কোনো অভিনয়শিল্পীর জন্য তো যৌথ প্রযোজনার মতো ছবি আটকে থাকতে পারে না। তাহলে জাজ কী করবে? মাহিকে ছাড়াই কি জাজ প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করবে?
প্রশ্নগুলো ঘুরেফিরে বেড়াচ্ছে চারদিকে। খোঁজ নিয়ে জানা গেছে, মাহি না থাকলে জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনা থেকে ফিরে আসবে। কারণ তারা মাহিকে ছাড়া চলচ্চিত্র নির্মাণ করবে না। এ সংস্থাটির কাছে সবার আগে মাহি, তারপর অন্যকিছু। অবশ্য মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সখ্য সবারই জানা। মাহি এবং বাপ্পিকে নিয়ে তারা যাত্রা শুরু করেছিল। বাপ্পিকে ছাড়া অনেক ছবি জাজ নির্মাণ করলেও মাহিকে ছাড়া একটি ছবিও হয়নি। বরং মাহিকে প্রমোট করার জন্যই বিভিন্ন ধরনের ছবি নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 'অগি্ন'। এর আগে চলতি বছর কলকাতার এস কে মুভিজ ঢাকার নির্মাতা অনন্য মামুনের প্রযোজনা সংস্থা অ্যাকশন কার্ট এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে নির্মাণ করে 'আমি শুধু চেয়েছি তোমায়'। এটি পরিচালনা করেন অনন্য মামুন ও অশোক পতি। চলচ্চিত্রটি সুপার হিট ব্যবসা করে।