অনিমেষ আইচ নিজের তৃতীয় চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে। ছবির নাম 'জেদ'। চলচ্চিত্রটিতে অভিনয় করবেন তারিক আনাম খান, ফারুক আহমেদ, অ্যালেন শুভ্র এবং ভাবনা। ভারত থেকে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রতসহ আরও অনেকে। চলচ্চিত্রটির শুভ মহরত উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্রটির পরিচালক অনিমেষ আইচ, অভিনেত্রী ভাবনা। এরপর ক্লাপস্টিক দিয়ে শুভ মহরতে অংশ নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক জাহাঙ্গীর খান, পরিচালক শহিদুল ইসলাম খোকন, সোহানুর রহমান সোহান, সালাউদ্দিন লাভলু, অভিনেতা ফারুক আহমেদ প্রমুখ।
'জেদ' ছবির গল্পে দেখা যাবে- নয়নতারা এই মহানগরে বেড়ে ওঠা একটি মেয়ে। পানি আনতে গিয়ে কিছু বখাটে ছেলের কাছে অপমানিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এর পর থেকে সে যা পায় তাতেই পানি জমিয়ে রাখে। এক সময় মহানগরে পানির তীব্র সংকট দেখা দেয়...