লন্ডনে শুটিং হচ্ছে ঢালিউড ছবি 'গুডমর্নিং লন্ডন'-এর। ছবির কাজের জন্য লন্ডনে গেলেন পুরো ইউনিট। গতকাল সকালের ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। ছবিটির পরিচালক অভিনয়শিল্পী তানিয়া আহমেদ। মূল চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। আরও আছেন তারিক আনাম খান, আসিফ, মিশু সাবি্বর এবং সাজ্জাদ। মিম বলেন, 'এই ছবির গল্পটিই অন্যরকম। ছবির জন্য আমাকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছে। চুলের স্টাইলে বড় পরিবর্তন এনেছি। এই লুকে আমাকে দেখে অনেকে শুরুতে ধাক্কা খেয়েছেন। পরে সবকিছু বুঝিয়ে বলার পর তারা আমার স্টাইলের প্রশংসা করেছেন।' 'গুডমর্নিং লন্ডন' ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
'গুডমর্নিং লন্ডন' ছবির প্রায় পুরো কাজ হবে লন্ডনে। সেখানে একটানা ২০ দিন ধরে কাজ হবে। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন এবং চিত্রগ্রাহকের দায়িত্বে থাকছেন রায়হান খান। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল।