পরিচালক মধুর বন্দরকারের 'ম্যাডামজি' ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। ৩২ বছর বয়সী এ অভিনেত্রী সমপ্রতি জানালেন, প্রযোজনার মাধ্যমে তিনি নতুন প্রতিভাকে স্বাগত জানাতে চান। অবশ্য নিজের প্রযোজনার প্রথম ছবিতে পরিচালকও পুরনো আর মূল চরিত্রেও আছেন তিনি নিজে। অবশ্য এর একটা কারণও আছে। 'আমি সবসময়ই ছবি বানাতে চেয়েছি। তবে এটা ভাবিনি যে সেই ছবিতে আমি নিজেই থাকব। আমি চেয়েছি একটা ছোট্ট ভালো গল্প বলতে। তবে নিজের প্রডাকশন হাউসটাকে দাঁড় করাতে এই ম্যাডামজি ছবিটা বেশ বড় একটা সুযোগ হিসেবে এসেছে'- বললেন প্রিয়াঙ্কা। এদিকে প্রযোজক হলেও ব্যবসা-বাণিজ্যের কিছুই বোঝেন না বলে স্বীকার করলেন তিনি। ধীরে ধীরে দক্ষ হওয়ার চেষ্টা করছেন তিনি।