ফ্রান্সে চুপিচুপি বিয়ের পর এবার মধুচন্দ্রিমায় যাচ্ছেন হলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তবে এই মধুচন্দ্রিমা শুধু দু'জনে নয়, সঙ্গী হচ্ছে তাদের ছয় সন্তানও। বিয়েতে বাবা-মায়ের গায়ে ফুল ছিটিয়েছে এই ছয় সন্তান, তাদের ছেড়ে মধুচন্দ্রিমাও কাটাতে রাজি নন এই নতুন দম্পতি।
বিয়ের পরই নিজের নতুন রোমান্টিক ছবি ‘বাই দ্যা সী’র শুটিংয়ের জন্য মাল্টা দ্বীপে উড়াল দিয়েছিলেন দুজনে। কিন্তু শুটিং শুরুর পূর্বে একান্তে কিছু সময় কাটাতে ভূমধ্য সাগরে যাবেন তারা। সেখানেই নিজেদের মধুচন্দ্রিমার পর্বটা সেরে ফেলবেন। তবে খুব বেশিদিনের জন্য নয়। তাদের এই রোমান্টিক ছুটি খুব শিগরিই শেষ করে ছবির কাজে মন দেবেন। ‘বাই দ্যা সী’ এই ছবিতে সাগরের স্বচ্ছ জলের তলে বেশ অন্তরঙ্গ কিছু দৃশ্যে দেখা যাবে পিট ও জোলিকে।
গত ২৩ আগস্ট ফ্রান্সে নিজেদের বাড়িতে ঘরোয়া পরিসরে পিট ও জোলির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু ছিলেন। ব্রাঞ্জেলিনার ছয় সন্তানের মধ্যে ম্যাডক্স ও প্যাক্স মায়ের সঙ্গে বিয়ের মঞ্চ পর্যন্ত হেঁটেছে। জাহারা ও ভিভিয়েন ফুলের পাঁপড়ি ছিটিয়েছে মা-বাবার ওপর। আর শিলো ও নক্স আংটি বহন করেছে।