ব্রাড পিটকে এখন থেকে বৈধভাবেই মেয়ের জামাই ডাকতে পারবে বলে খুশি অভিনেতা জন ভুইগট। মেয়ে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিটের বিয়ে হওয়ায় নিজে খুশি হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। পিটের প্রতি ভালোবাসার কথাও ব্যক্ত করেছেন শ্বশুর জন। ব্রিটিশ টিভি নেটওয়ার্ক আইটিভি'র 'গুড মর্নিং ব্রিটেন' শোতে এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ভুইগট। শীর্ষ সেলিব্রেটি ওয়েবসাইট ফিমেলফার্স্ট.সিও.ইউকে তাদের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
সাক্ষাৎকারে জন ভুইগট বলেন, 'ব্রাড পিট জামাতা হওয়ায় আমি অনেক খুশি হয়েছি। আমি খুশি হয়েছি যে এখন থেকে আমি তাকে বৈধভাবে মেয়ের জামাই ডাকতে পারব; এই চমৎকার সহকর্মীকে আমি ভালোবাসি।' শিগগিরই মেয়ের জামাই ও মেয়েকে দেখতে যাচ্ছেন বলেও জানিয়েছেন জন।
উল্লেখ্য, জোলি ও পিট গত ২৩ আগস্ট ফ্রান্সে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়েতে মাত্র ২২ জন অতিথি ও তাদের ছয় সন্তান উপস্থিত ছিলেন। তবে বিয়েতে দাওয়াত পাননি জন ভুইগট। তা সত্ত্বেও ৯ বছরের পার্টনার পিটের সঙ্গে মেয়ের বিয়ে হওয়ায় খুশির কথা ব্যক্ত করেছেন তিনি।