প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ভার্সেটাইল অভিনেতা পরেশ রাওয়াল। মোদির জীবনী নিয়ে 'নমো সরকার' ছবির 'নমো' চরিত্রে পরেমকে দেখা যাবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।
এ মুহূর্তে ছবির পরিচালক মুখ খুলতে চাইছেন না। শুধু এটুকু জানিয়েছেন এই চরিত্র নিয়ে তিনি খুবই উৎসাহী। তিনি মনে করেন, মোদির চরিত্রে পরেশ রাওয়ালই পারফেক্ট।
নমো সরকার গড়ে ওঠার পর থেকে মোদির চরিত্র নিয়ে ছবি করার ইচ্ছে ছিল প্রযোজক পরিচালকের। কিন্তু পরেশ যেহেতু বিজেপি প্রার্থী ছিলেন সে কারণেই পরেশের পরিবর্তে প্রথমে ভিক্টর ব্যানার্জীকে নমোর চরিত্রে নেওয়া হয়েছিল। এরপর ফের পরেশই ফিরে এলেন ছবির জন্য।