সেলফি ঝড়ের পর এবার পুরো বিশ্ব মেতে উঠেছে আইস বাকেট চ্যালেঞ্জ নিয়ে। মজার ব্যাপার হল হলিউডের নামিদামি তারকাদের পর এবার বলিউডে এই আইস বাকেট চ্যালেঞ্জ ঝড় তুলেছে। কেবল সুদর্শন সব নায়কেরাই এই ঠাণ্ডা জলের হিমশীতল ছোঁয়ায় কাবু হননি, এই তালিকায় জড়ো হয়েছেন সব সুন্দরী নায়িকারাও। কেউ আবার বিবস্ত্র হয়েও বরফস্নান করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন। তবে বলিউড সেক্স সিম্বল বিপাশা বসু অবশ্য নগ্ন হননি, তবে তিনি প্রচণ্ড জ্বর থেকে উঠে এই চ্যালেঞ্জটি গ্রহণ করে নিজের সাহসিকতার জানান দিয়েছেন।
এর আগে সানি লিওন, পুনম পাণ্ডেসহ অনেকেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। পুনম তো স্বল্পবসনা হয়ে বরফস্নান করে বিতর্কের ঝড় পর্যন্ত তুলে ফেলেছেন। এমনকি এসব কান্ডকারখানার কারণে তার অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এবার আইস বাকেট চ্যালেঞ্জ নিতে দেখা গেল বলিউডের রূপসী অভিনেত্রী বিপাশা বসুকে। সুন্দরী এই অভিনেত্রী এতদিন বিয়ের পিঁড়িতে বসছেন বসছেন করে অবশেষে বাগদানটি সেরে ফেলেন। ঠিক তেমনি চ্যালেঞ্জটি করি করি করে অবশেষে করেই ফেললেন। তবে অবাক হবার বিষয় হলো- বেশ কিছু দিন মারাত্মক জ্বরে ভোগার পর বিপাশা নিলেন এই আইস বাকেটের চ্যালেঞ্জটি। জ্বরে ভোগার পর এমন একটি চ্যালেঞ্জ কতজন নিতে পারে বলুন?
প্রসঙ্গত, অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরসিস (ALS) রোগের সচেতনতা বাড়ানো এবং গবেষণায় অনুদানে উত্সাহিত করার জন্য মাথায় এক বালটি বরফ পানি ঢালার কার্যকলাপই 'আইস বাকেট চ্যালেঞ্জ'। এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা এক বালতি বরফ পানি মাথায় ঢালেন ও এর ভিডিও করেন এবং অন্যদের একই কাজ করতে চ্যালেঞ্জ জানায়। এর একটি সাধারণ শর্ত হচ্ছে যাকে চ্যালেঞ্জ জানানো হয়ে তাকে এটি ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে অথবা না করার পরিণাম বা শাস্তি হিসাবে দাতব্য প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিতে হবে। ২০১৪'র মাঝামাঝি সময়ে এটি সামাজিক মিডিয়ার মাধ্যমে সংক্রামণ রূপে ছড়িয়ে পড়ে।