কোনো পুরুষকেই আর বিশ্বাস করেন না মার্কিন তারকা অভিনেত্রী প্যারিস হিলটন। ২০০৪ সালে ছেলেবন্ধু রিক সলোমনের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র ফাঁস হওয়ায় পর থেকে ছেলেদের প্রতি বিশ্বাস হারান হিলটন।
সম্প্রতি মেইল অনলাইনের এক সাক্ষাৎকারে ৩৩ বছরের হিলটন বলেন, 'ওই ঘটনার পর আমি একেবারেই ভেঙে পড়েছিলাম। আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল এটি।'
তিনি আরও বলেন, 'ঘটনাটির পর থেকে আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না। আমি খুবই মর্মাহত হয়েছি। কেউ কি কোনো মেয়ের সঙ্গে এমনটা করতে পারে?'
ঐ ঘটনার জন্য হিলটন বয়স কম থাকাটাকে অজুহাত হিসেবে দাঁড় করান।