হলিউডের জনপ্রিয় মুভি 'টুয়াইলাইট' খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট সাময়িকভাবে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। গত দুই বছর ধরে বিরতিহীনভাবে কাজ করেছেন তিনি। তাই এখন কিছু সময়ের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মার্কিন দৈনিক ইউএসএ টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। খবর দ্য হিন্দু অনলাইনের
স্টুয়ার্ট বলেন, 'আমি কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছি কারণ দুই বছর ধরে টানা কাজ করছি। আমি একজন অভিনেত্রী এবং এটাই হচ্ছে আমার শিল্প রূপ। অল্প বয়সে অভিনয় শুরু করায় আমি সবসময় ভীতসন্ত্রস্ত অনুভব করেছি এবং যখনই শিল্পের অন্যান্য রূপ সৃষ্টির কথা ভাবি তখন নিজেকে অপর্যাপ্ত মনে হয়।'
তিনি আরো বলেন, 'আমি লস এঞ্জেলেসে অফিসের জন্য একটি প্রাণবন্ত জায়গা কিনতে যাচ্ছি এবং নিজের হাত দিয়ে কিছু জিনিস বানাতে চাই। আক্ষরিক অর্থেই কয়েক সপ্তাহ আগে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি একটা শর্ট ফিল্ম বানাতে যাচ্ছি। আমি একগুচ্ছ কিছু বানাচ্ছি।'
২৪ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে তার সর্বশেষ অভিনীত মুভি 'ক্যাম্প এক্স-রে'র প্রচারণা চালাচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর ২০১৪/শরীফ