শিরোনাম শুনে অবাক হলেন কি? আসলে বাস্তবে নয় বলা হচ্ছে রূপালি পর্দার কথা। বর্তমানে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির গানের শুটিংয়ে শাকিব খানের সঙ্গে গ্ল্যামার কন্যা পরীমনি অবস্থান করছেন রাঙ্গামাটিতে। সেখানে শাকিব-পরী একে অপরকে বলছেন ‘কেন এতো ভালোবাসলে আমায়’।
আগেই বলেছি এটি বাস্তবের কোন কাহিনী নয়, আসলে সিনেমাটিতে ওই শিরোনামের একটি গানের শুটিং চলছে রাঙ্গামাটিতে। গানটি লিখেছেন এস এ হক অলিক। ফেব্রুয়ারির শেষ সপ্তাহজুড়ে রাঙ্গামাটিতে চলছে ওই চলচ্চিত্রর গানের দৃশ্যায়ন।
খোরশেদ আলম খসরু প্রযোজিত ও এস এ হক অলিক পরিচালিত ওই গানের একটি দৃশ্যে শাকিবকে কালো ও পরী মনিকে হলুদ আউটফিটে দেখা যাবে। এমন লুকে এ জুটিকে আগে দেখা যায়নি। ছবিতে শাকিব খান ও পরীমনির সঙ্গে অভিনয় করছেন গুলশান আরা চম্পা, আফজাল হোসেন, সাদেক বাচ্চু প্রমুখ।
গানটির শুটিং প্রসঙ্গে পরীমনি বলেন, ''এই চলচ্চিত্রে দর্শকরা আমাকে একদম ভিন্ন লুকে দেখতে পাবে। তাছাড়া অলিক ভাই ও শাকিব ভাই দুইজনই আমার অনেক অনেক শ্রদ্ধার মানুষ। তাদের সহোযোগিতায় বেশ গুছিয়েই অভিনয়ের কাজটা করতে পারছি।''
তিনি আরও বলেন, ''আমার অভিনয় জীবনের সেরা একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে 'আরো ভালোবাসবো তোমায়'।''
বিএফডিসির জহির রায়হান ল্যাবে গত ১০ ফেব্রুয়ারি ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রের মহরত হয়। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক অলিক। আবহসঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এসআই টুটুল, কোনাল ও হৃদয় খান।
বিডি-প্রতিদিন/২৮, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব