সম্প্রতি ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্টের নগ্ন সেলফি ফাঁস হওয়ার গুজবে মেতেছিল মুম্বাই সিনেপাড়া। আলোচনা আর সেই ছবি শেয়ারের ঝড় এখনো চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এবার নিজের ইচ্ছাতেই পর্দায় সম্পূর্ণ নগ্ন হলেন 'বাদলাপুর'-এর অভিনেত্রী। তবে সেটা ভারতীয় কোনো সিনেমা নয়, একটি হলিউডি সিনেমায় তাকে নগ্ন অবস্থায় দেখা যাবে।
ভারতীয় দৈনিক ডেক্কান ক্রনিকলকে খবরটি নিশ্চিত করে রাধিকা বলেছেন, চরিত্রের প্রয়োজনে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই তার।
তিনি বলেন, ''এটা আহামরি কোন ব্যাপার নয়। গণমাধ্যমগুলোই এ ধরনের বিষয় অতিরঞ্জিত করে তুলে ধরে। আমি সিনেমাটির নাম এখনও বলতে পারবো না। কিন্তু চরিত্রের প্রয়োজনে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আমার কোন সমস্যা নেই।''
যৌনতার ব্যাপারে নিজ দেশ ভারতের রক্ষণশীল মানসিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাধিকা।
তিনি বলেন, 'আমার এই সিনেমা যদি ভারতে মুক্তি পায়, দেখা যাবে নগ্ন দৃশ্যটি কেটে ফেলা হয়েছে। আমাদের দেশে যৌনতা এখনও একটি নিষিদ্ধ বিষয়, কিন্তু সত্য হল এটি কোন অপরাধ নয়।'
২৯ বছর বয়সী রাধিকা শুধুমাত্র হিন্দি কিংবা ইংরেজিতেই নয়, অভিনয় করেছেন বাংলা, মারাঠি, তেলেগু, তামিল এবং মালায়াম সিনেমাতেও।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৫/ এস আহমেদ