দেশের বর্তমান পরিস্থিতির কারণে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘৭১ এর মা জননী’ ২০ মার্চ শুক্রবার মুক্তি পাচ্ছে না। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক শাহ আলম।
সরকারি অনুদানে নির্মিত ‘৭১ এর মা জননী’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। তার সঙ্গে আরও রয়েছেন আগুন, চিত্রলেখা গুহ, মিশু চৌধুরী, শাকিল আহমেদ, মম মোর্শেদ, আবদুল হালিম আজাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৫/ রশিদা