"ভাবতে পারিনি গাছ থেকে এভাবে পড়ে যাবো। আসলে পরিচালকও আমাকে বারণ করেছিলেন কিন্তু চেয়েছিলাম এরকম একটি দৃশ্যে অভিনয় করতে। তাই গাছে উঠেছিলাম। এক পর্যায়ে পড়ে গিয়ে আঘাত পেলে কিছুটা আফসোসও করেছি। তবে আজ আমি অনেকটাই সুস্থ।" মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।
তিনি বলেন, "গতকাল রাতে কনুইয়ের ব্যথাটা বেশ ভুগিয়েছে। ইতোমধ্যে এক্সরে করিয়েছি। চিকিৎসক বলেছেন চিন্তার কিছু নেই। পরামর্শ দিয়েছেন তিন/চারদিন পুরোপুরি বিশ্রাম নিতে। বাকিটা না হয় পরে দেখা যাবে।"
গতকাল রবিবার শ্যুটিং করতে গিয়ে আহত হন পরীমণি। গাজীপুরের হোতাপাড়ায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির শুটিং করতে গিয়ে গাছ থেকে পড়ে আঘাত পান তিনি। জানা গেছে, ভূতে ধরেছে এমন একটি দৃশ্যের শুটিং করার জন্য পরীমণি গাছে ওঠেন। এর একপর্যায়ে গাছ থেকে পড়ে গেলে তিনি হাতের কনুইয়ে বেশ আঘাত পান। এছাড়া পায়েও সামান্য আঘাত পেয়েছেন।
পরীমনি বলেন, ‘ছবিতে আমি একজন চেয়াম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করছি। সেখানে আমি বাবার টাকা চুরি করে সিনেমা দেখি আর সেটা সবাইকে বলে দেয় নায়ক আরজু। এর জের ধরে তার সঙ্গে আমার শত্রুতা শুরু হয়। আমাকে ভূতে ধরেছে এই অভিনয়টা করি আরজুকে ভয় দেখানোর জন্য। আর এটা করতেই আমি গাছে উঠি। এরপর পড়ে যাই। ’
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৫/ রশিদা