বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নায়ক অনন্ত জলিল। একাধারে তিনি চিত্রনায়ক, পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। এবার যুক্ত হচ্ছে আরেকটি নতুন পরিচয়। আর সেটি হলো তার গায়কী রূপ। চলচ্চিত্রে প্লেব্যাকের চিন্তা করছেন তিনি।
তাঁর নতুন চলচ্চিত্র ‘দ্য স্পাই’ এর একটি গানে কণ্ঠ দেওয়ার ব্যাপারে ভাবছেন তিনি। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, 'আমার সব চলচ্চিত্রেই কিছু চমক থাকে। এবারও ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছি। সিনেমার গল্পের প্রয়োজনেই নিজের কণ্ঠে একটি গান রাখার কথা ভাবছি। যা দর্শকের জন্য ভিন্ন চমক হবে।'
ইতোমধ্যেই ‘দ্য স্পাই’ এর চিত্রনাট্য তৈরী হয়েছে বলে জানান তিনি। অনন্ত জলিল বলেন, ‘আশা করছি শিগগিরই চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু করতে পারব। মুনসুন ফিল্মসের সবগুলো ছবিই ঢাকার চলচ্চিত্রে ভিন্নতা যোগ করেছে। এবারের চলচ্চিত্রটিও সবার প্রত্যাশা পূরণ করবে। আমরা একটু সময় নিয়ে ছবিটি নির্মাণ করছি।’ নতুন এ চলচ্চিত্রে অনন্তের বিপরীতে থাকবেন বর্ষা।
বিডি- প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৫/ রোকেয়া।