ববি খান পরিচালিত মুভি 'এক পাহেলি লীলা'র শুটিং করতে গিয়ে অসুস্থ হলেন পর্ণস্টার থেকে বলিউড তারকা বনে যাওয়া সানি লিওনি। জানা যায়, শুটিংয়ের সময় অ্যালার্জিতে আক্রান্ত হন এ অভিনেত্রী। পরে অবশ্য তিনি কিছুটা সুস্থ বোধ করলে ফের শুটিংয়ের সেটে ফিরে আসেন। ভারতের রাজস্থানে এই শুটিং চলছিল। খবর ইন্ডিয়া টুডে'র
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, রাজস্থানের মরু এলাকায় গ্রামের এক সুন্দরী তরুণীর ভূমিকায় হ্রদ থেকে জল আনার দৃশ্যে অভিনয় করার সময় বলিউড অভিনেত্রী সানি এলার্জিতে আক্রান্ত হন এবং এলার্জি তার সারা শরীরে ছড়িয়ে পরে। এতে করে তার পুরো শরীর লাল লাল ফুসকুড়িতে ভরে যায়। প্রতিবেদনে আরো বলা হয়, সেখানে তাৎক্ষণিক ডাক্তার ডেকে আনা হয় এবং তার চিকিৎসা করা হয়।
সানি লিওনের অসুস্থতার কারণে মুভিটির শুটিং কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল। কিন্তু তিনি সুস্থ হয়ে ফিরে এলে ফের আবার শুটিং শুরু হয়।
উল্লেখ্য, 'এক পহেলি লীলা' মুভিতে সানিকে আধুনিক নর্তকী, গ্রামের মেয়ে ও অতীতের রাজকন্যা- এই ৩ রকম চরিত্রে দেখা যাবে। এরইমধ্যে মুভিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতের জনপ্রিয় 'ডোলা রে ডোলা' গানের সঙ্গেও পা মিলিয়েছেন সানি। মুভিতে আরো আছেন টেলিভিশন অভিনেতা জয় ভানুশালি, রজনীশ দুগ্গল, মোহিত আহলওয়াত ও রাহুল দেব। সব কিছু ঠিক থাকলে মুভিটি আগামী ১০ এপ্রিলে মুক্তি পেতে পারে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ২০১৫/শরীফ