হলিউডের রিয়েলিটি টিভি স্টার কিম কার্দেশিয়ান ফের মা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার মা হতে পাগলপ্রায় ৩৪ বছর বয়সী এই তারকা। শোনা যাচ্ছে, ফের মা হওয়ার জন্য তিনি সারি সারোগেসির আশ্রয় নিচ্ছেন!
১৫ মার্চ রিয়েলিটি শো 'কিপিং আপ উইথ কার্দেশিয়ান'র দশম সেশনের অনুষ্ঠানে কিম বলেন, 'আমি আমার মেয়ে নর্থ'র মত আরো একটি বাচ্চা নেওয়ার জন্য প্রায় মরিয়া হয়ে আছি। মা হতে আমি প্রতিদিন ৫০০ বার যৌনসম্পর্ক করেছি!
শোর এক অংশে দেখা যায়, দ্বিতীয়বার মা হওয়ার জন্য কিম কিভাবে চেষ্টা চালাচ্ছেন তা তার বিছানায় শুয়ে তার বোনকে বলছেন। কিমের ৩০ বছর বয়সী বোন কেলোয়ি কার্দেশিয়ান ওই রিয়েলিটি সিরিজের একজন উপস্থাপিকা।
কিমের একান্ত ব্যক্তিগত এই তথ্য শুনে কেলোয়ি বলেন, 'তুমি কি তাহলে ওয়াশরুমেও এটা করছো [যৌনসম্পর্ক] ?' কিম মৃদু হেসে মিলনের নির্দিষ্ট জায়গার কথা বলেন। পরে অনুষ্ঠানের শেষের দিকে তিনি বলেন, 'আমি প্রয়োজনে সারোগেট বেবি নিতে চাই।'
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাইট রাডার অনলাইনকে কিম বলেছিলেন, দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পর আবার নগ্ন পোজ দেবেন তিনি। তার স্বামী ক্যানি ওয়েস্টও তার শৈল্পিক নগ্ন পোজের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছিলেন।
উল্লেখ্য, নর্থ ওয়েস্ট নামে কিমের ১ বছর বয়সী একটি মেয়ে আছে। সূত্র: মেইল অনলাইন
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ২০১৫/শরীফ