যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মডেল কেট মসের নগ্ন ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের চিন্তা করছেন তার স্বামী জেমি হাইন্স। তবে স্বামীর এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন কেট।
ব্রিটেনভিত্তিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামীর এই ধরনের পরিকল্পনায় তিনি বেশ উত্তেজনা অনুভব করছেন বলে জানান। গত বছরের জুনে নিউইয়র্কে জেমি হাইন্স প্রথমবারের মতো আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। এখন দেখার বিষয়, নিজের স্ত্রীর নগ্ন ছবি নিয়ে করা প্রদর্শনী মানুষ কীভাবে নেয়!
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রোকেয়া।