পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর বায়োপিকে বিদ্যা বালানকে দেখা যাবে এমনটা শোনা গিয়েছিল। পরে অবশ্য তা হয়নি। তবে এবার মহানায়িকা সুচিত্রা সেনের জীবন নিয়ে নির্মিত ছবিতে দেখা যাবে বিদ্যাকে।
সুচিত্রা সেনের সম্মানে এই বায়োপিকে অভিনয় করবেন মহানায়িকার মেয়ে অভিনেত্রী মুনমুন সেন ও নাতনি রাইমা সেন।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় আচমকা অন্তরালে চলে যাওয়া সুচিত্রা সেনের জীবন কাহিনী আজও সবার কাছে রহস্য। এবার সেই রহস্যময়ী অভিনেত্রীর জীবনী বড়পর্দায় তুলে ধরবেন বিদ্যা বালান। কলকাতা এবং বাঙালি সংস্কৃতি বরাবরই বিদ্যাকে আকৃষ্ট করে। এবার মহানায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে বিদ্যা যে মহাখুশি তা বলার অপেক্ষা রাখে না।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রশিদা