সোয়াইন ফ্লতে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনম কাপুর অবশেষে রোগমুক্ত হয়ে কাজে ফিরলেন। এর আগে, রাজকূটে সালমান খানের সাথে সুরাজ বারজাত্যের সিনেমায় শ্যুটিংকালে তার রক্তে সোয়াইন ফ্লো’র পজিটিভ এইচ১এন১ ভাইরাস ধরা পড়ে। এরপর চিকিৎসা শেষে তাকে মুম্বাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছিলো।
তিনি আগেই জানিয়েছিলেন সম্পূর্ণ সুস্থতাবোধ করলে কাজে ফিরবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি জানান, ডাক্তারের গ্রীন কার্ড পেয়েই কাজে ফিরতে রাজি হয়েছেন।
সুস্থ হওয়ার পর এই প্রথম বিমান বন্দরে শুভ্র কাপড় আর বুট জুতোয় পুরনো স্টাইলেই দেখা গেলো সোনমকে। তার কাজে ফেরার খবরে অন্যকেউ স্বস্তিবোধ না করলেও নিশ্চয় প্রযোজকরা হাফ ছাড়ছেন!
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৫/মাহবুব