মোস্তফা সরয়ার ফারুকী
খেলার ধারাবাহিকতায় মনে বিশ্বাস জন্মেছে, বাংলাদেশ ভালো করবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্দবিশ্বাসী হয়ে খেললেই হয়ে যাবে। একটা কথা কি, যখন ১১ জন খেলোয়াড় একসঙ্গে বিশ্বাস করে আমাদের ভালো করতে হবে, তখন ভালো কিছু হতে বাধ্য। আশা করি আজ ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। গুডলাক বাংলাদেশ।
মাহফুজ আহমেদ
শুরু থেকেই আমরা ভালো খেলেছি। তাই আমাদের স্বপ্নটাও বড় হয়ে গেছে। বড় হতে হতে আকাশ ছুঁয়েছে। তাই আমরা বাংলাদেশ দলের জয় চাই। জয়ের বাইরে কিছু ভাবতে পারছি না। এটা আমার আবেগ-ভালোবাসার কথা। কিন্তু মগজ বলছে, মনোযোগ দিয়ে খেললে, সবাই নিজেদের সেরাটা দিতে পারলে আমরা জিতব আশা করি। বাংলাদেশ দলের জন্য শুভ কামনা।
শুভ্রদেব
আজ সবার সেরা খেলাটা দেওয়ার দিন। প্রতিটি ক্রিকেটার নিজেকে উজার করে দিলে আমরা জিতব। আমাদের পরিকল্পনার দিকে জোর দিতে হবে। ভালো পরিকল্পনা হলে সফলতা আসবেই। গুডলাক বাংলাদেশ, গুডলাক।
অাঁখি আলমগীর
কোটি কোটি দেশবাসীর স্বপ্ন পূরণের সুযোগ আজ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলকে খেলতে হবে। আশা করি এবারের বিশ্বকাপটাই হবে আমাদের জন্য সেরা বিশ্বকাপ। আমরা অতীতের সীমানা পেরিয়ে যেতে পারব এবার। আমাদের এ আশা পূরণ করবেন ১১ জন ক্রিকেটার।
তারিন জাহান
বাংলাদেশ ক্রিকেট টিম সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছে। দল এখন যথেষ্ট ফর্মে আছে। তাই আমরা মচকালেও ভাঙবো না। ঠিকভাবে খেলে নিজেদের জয় ছিনিয়ে আনতে পারব বলেই বিশ্বাস করি। বিশ্ববাসীর কাছে নিজেদের যোগ্যতা প্রকাশ করব।
জাকিয়া বারী মম
আজকে সন্ধ্যায় একটি পার্টি আছে। আমার নতুন ছবি 'ছুঁয়ে দিলে মন' নিয়ে পার্টি। আমি চাই আজ বাংলাদেশ জিতবে এবং সবাই খুশি মনে পার্টিতে যোগ দেবে। সবাই মিলে একসঙ্গে হৈহুল্লোর করব। মেতে উঠব খুশির জোয়ারে। আমার বিশ্বাস, আজকে বাংলাদেশ কঠিন ফাইট দিয়ে জিতবে। একটি উপভোগ্য ম্যাচ হবে।
শাকিব খান
বাংলাদেশ ভালো খেলছে, বিশ্বের সব বড় দলকে হারিয়েছে। এবারও হারাচ্ছে। ভারতকে আমরা আগেও হারিয়েছি, এবারও পারব ইনশাল্লাহ। আমি ধরেই রেখেছি, বাংলাদেশ আজ জিতে সেমিফাইনালে চলে যাবে।
অপু বিশ্বাস
বাংলাদেশ আমাদের স্বপ্ন পূরণ করবে বলেই আশা করি। ভিন্ন কন্ডিশনে খেললেও নিজেদের সেরা পারফরম্যান্স তারা উপহার দিয়েছেন। বাংলাদেশ দলকে শুভাশিষ জানাই। আজকের ম্যাচ তারা জিতবেই জিতবে। সবার মন যেহেতু বলছে জিতবে, সেহেতু জিতবেই।
ইমন
আমরা এ পর্যন্ত যে খেলা দেখিয়েছি, তাতে বিজয় আশা করতে পারি যৌক্তিকভাবেই। ইংল্যান্ডকে দুর্দান্তভাবে হারিয়েছি। নিউজিল্যান্ডের ধারালো বোলিংয়ের সামনে খুব ভালো খেলেছি। তাই ভারতকে হারানো সম্ভব। আগেও আমরা ওদের হারিয়েছি। ইনশাল্লাহ এবারও পারব। আমরা জয়ের দিকেই এগিয়ে যাব। সেমিফাইনালে খেলব আশা করি। বাংলাদেশ দলের জন্য শুভ কামনা।