কখনও কেজ ফাইটার, কখনও দু-হাতে উদ্যত মেশিনগান। রণবীর কাপুরের এই ব্যতিক্রমী পোস্টারেই সাড়া জাগিয়েছিল অনুরাগ কাশ্যপের পরের ছবি 'বম্বে ভেলভেট'। এবার ট্রেলার রিলিজেও সমান আকর্ষণীয় 'বম্বে ভেলভেট'।
বহু প্রতিক্ষীত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর (জনি বলরাজ) ও অানুষ্কা শর্মা (রোজি)। ছবিতে রহস্য ও অ্যাকশনের জমজমাট উপস্থিতি ট্রেলারেই স্পষ্ট। স্ট্রিট ফাইটার রণবীর কাপুরের সঙ্গে দেখা হয় নাইটক্লাবের গায়িকা অানুষ্কার। তাঁদের প্রেম ঘিরে গল্প যে নানা মোড় ঘুরবে তা ট্রেলার দেখে মোটামুটি আন্দাজ করা যায়।
পিরিয়ড পিস 'বম্বে ভেলভেটে' ষাটের দশকের শুরুর দিকের মু্ম্বইয়ের গল্প বলা হয়েছে। তখনও বম্বে মুম্বই হয়নি। গ্যান প্রকাশের বই 'মুম্বই ফেবলস' অবলম্বনে তৈরি এই ছবি। রণবীর কাপুর, অানুষ্কা শর্মা ছাড়া রয়েছেন কেকে মেনন, ভিভান শাহ। ছবির সারপ্রাইজ প্যাকেজ 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'র পর ফের রূপোলী পর্দায় করণ জোহর। গোঁফ আর ক্রুর হাসির করণ জোহর এই কাইজাদ খামবাট্টা নামে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। 'বম্বে ভেলভেট' মুক্তি পাচ্ছে ১৫ মে।