শুক্রবার অনুষ্ঠিত হবে আশিকুর রহমানের নতুন সিনেমা মুসাফির এর মহরত। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে বিকাল পাঁচটায় এ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমার শিল্পীসহ কলাকুশলিরা উপস্থিত থাকবেন।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন- আরেফিন শুভ এবং মারজান জেনিফার। এছাড়াও অভিনয় করবেন- রুবেল, টাইগার রবি, শিমুল খান ও রেবেকাসহ আরও অনেকে। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক আশিকুর রহমান।
নির্মাতা সূত্রে জানা গেছে- চলতি মাসের ২২ তারিখ থেকে বিএফডিসি ও পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে। এরপর সিলেট, চট্টগ্রামে শুটিং হবে।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৫/ এস আহমেদ