অবশেষে প্রকাশিত হলো দীর্ঘ প্রতীক্ষিত বলিউড মুভি 'বম্বে ভেলভেটে'র ট্রেলার। বাংলাদেশ-ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা তার অভিনীত মুভিটির ট্রেলার প্রকাশ করেন। খবর জি নিউজের
প্রতিবেদনটির ভাষা ছিল এরকম, আজ [গতকাল] বাংলাদেশ-ভারত যুদ্ধ দেখার জন্য ভারতে ঘুম থেকে জেগেই সবাই দেখতে বসেছেন স্টার স্পোর্টস। সেই সুযোগকেই কাজে লাগালেন বলিউড অভিনেতা রনবীর কাপুর ও বলিউড সুন্দরী আনুশক। ভারতীয় সময় সকাল ৮টায় স্টার স্পোর্টসে ম্যাচ শুরুর আগেই নিজেদের পরবর্তী মুভি বম্বে ভেলভেটের ট্রেলার লঞ্চ করলেন তারা।
মুভিটিতে অ্যাকশন ও রোমান্স দুটোই রয়েছে।রনবীর কাপুর, অানুশকা শর্মা, করণের ফার্স্ট লুক এর মধ্যেই হিট। মুভিটিতে জনির চরিত্রে রণবীর এবং রোজির চরিত্রে অভিনয় করবেন আনুশকা।। জ্যাজ গায়িকার লুকে অানুশকার অস্বাভাবিক 'পাউট' বিতর্ক ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
ষাটের দশকে বম্বের প্রেক্ষাপটে তৈরি 'বম্বে ভেলভেট' পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। এতে একেবারেই নতুন চেহারায় দেখা যাবে রনবীরকে। তার ফার্স্ট লুকের কালো লেদার জ্যাকেট এরমধ্যেই নতুন স্টাইল স্টেটমেন্ট। ভিলেনের চরিত্রে রয়েছেন করণ জোহর। অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডনও।
'বম্বে ভেলভেট' মুভিটি প্রযোজনা করেছে ফ্যান্টম ফিল্মস এবং ফক্স স্টার স্টুডিও। সব কিছু ঠিক থাকলে এটি আগামী ১৫ মে মুক্তি পেতে পারে।
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ ২০১৫/শরীফ