মেগাতারকা অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খানসহ বলিউডের প্রায় সব তারকাকেই ছোটো পর্দায় প্রায়ই উপস্থিত থাকতে দেখা যায়। কোনো প্রোগ্রামের উপস্থাপক বা রিয়েলিটি শোর বিচারক হিসেবেই তাদেরকে টিভির পর্দায় সচরাচর চোখে পড়ে। এরই ধারাবাহিকতায় এবার ছোটো পর্দায় আসছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী নিজেই টুইটারে এক বার্তায় একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
মিউজিক রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল জুনিয়র'র অংশ হতে যাচ্ছেন সোনাক্ষী। অর্থাৎ শোটির বিচারকদের একজন হতে যাচ্ছেন তিনি। এই রিযেলিটি শোটি উপস্থাপনা করবেন হুসেইন কুয়াজেরওয়ালা ও আশা নেজি।
বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৫/শরীফ