রিয়াজ-তারিন প্রথম জুটি হয়েছিলেন ২০০১ সালে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুক্তিযুদ্ধে বীরত্বগাথা জীবন কাহিনী নিয়ে নির্মিত জীবনীচিত্র 'অগি্নবলাকা'য় তারা অভিনয় করেছিলেন। এরপর আরও অভিনয় করেন মোহন খানের 'হৃদয়পুরের গল্প' এবং রায়হান খানের 'সুখের অসুখ' নাটকে। তবে শেষ নাটকটি ছয় বছরেরও বেশি সময় আগের। তাই বলা যায় দীর্ঘ সময় পর আবার দুজনে জুটি হয়েছেন। এবার তারা অভিনয় করছেন আবু রায়হান জুয়েলের নাটকে। এটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল। নাটকের শিরোনাম 'তেল'। আজ নাটকটির শুটিং শেষ হবে। গল্পে দেখা যাবে আলী হোসেন একটি অফিসের কেরানি। যে কারণে তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। স্ত্রী-সন্তানের নানা আবদার বেশির ভাগ সময়ই তার রাখা সম্ভব হয় না। যে কারণে স্ত্রীকে নানাভাবে ম্যানেজ করে তাকে চলতে হয়। একদিন এমনই অবস্থায় আরও কঠিন বাস্তবের মুখোমুখি হয় আলী হোসেন।
নাটকে আলী হোসেন চরিত্রে রিয়াজ আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তারিন। অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, 'তারিনের সঙ্গে বহু বছর পর কাজ করছি। খুব ভালো লাগছে। তারিন অনেক উঁচু মাপের একজন অভিনেত্রী। সবসময়ই চরিত্রের গভীরে প্রবেশ করে কাজ করেন।' তারিন বলেন, 'যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। রিয়াজ ভাই সবসময়ই সহযোগীপরায়ণ একজন মানুষ। কাজ করে খুব ভালো লাগছে।'