'বলতে পারেন সব ছবিতেই রোমান্টিক চরিত্রে দেখা গেছে আমাকে। এবার পরিবর্তন এনেছি। শুধু তাই নয়, দ্বৈত চরিত্রে অভিনয় করেছি।' নিজের আপকামিং ছবি 'অ্যাকশন জেসমিন' নিয়ে কথাগুলো বলছিলেন অভিনেত্রী ববি। ইফতেখার চৌধুরীর এ ছবিটি গত ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। সব কিছু ঠিক থাকলে ছবিটি আগামী মাসে বড় পর্দায় উঠতে পারে। এ ছবি প্রসঙ্গে ববি বলেন, প্রায়ই প্রশ্ন উঠছে ছবির গল্প ও কাহিনী নিয়ে। অথচ সামান্য ট্রেলার দেখে কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের আশ্বস্ত করতে চাই কাহিনীর কিছুটা মিল থাকলেও চিত্রায়ণ এবং চিত্রনাট্যে অনেক পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় কথা যে ছবি নিয়ে প্রশ্ন উঠেছে সে ছবিতে হিরো ছিল নায়ক। এখানে নায়িকা অর্থাৎ আমি। তামিল, তেলেগু হিন্দি এমনকি টলিউডেও সেই ছবিটি তৈরি হয়েছে। এতটুকু আশ্বস্ত করতে পারি অন্তত কপি পেস্ট বলে কেউ প্রশ্ন তুলতে পারবে না। ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ববি বলেন, ব্যস্ততার কারণে নিজের হোম প্রোডাকশনের ছবি 'রক্ষা'র কাজ আপাতত স্থগিত রেখেছি। এ ছাড়া শফিক হাসানের আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। ববি আরও বলেন, ওপার বাংলার একটি ছবি নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে উঠব। বিক্রম চোপড়ার এ ছবিতে আরও রয়েছেন ইন্দ্রনীল ও আসীম আজীম। ছবিটির সিংহ ভাগ শুটিং হবে ভূ-মধ্যসাগরের মাঝে প্রাকৃতিক নৈসর্গে ভরা ছোট্ট একটি দেশ মাল্টায়।