ব্রেট লি নামটা অনেক আগেই ভারত থেকে নিয়ে গেছেন। 'ডি ফ্যাক্টো ইন্ডিয়ান'। কখনো ভারতে গিটার বাজিয়েছেন, কখনো ভারতীয় মেয়েদের সঙ্গে মঞ্চে নেচেছেন। ভারতের সাবেকি পোশাকেও র্যাম্পে হেঁটেছেন। তাই বলে ভারতীয় সিনেমায়! বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়ার সাত দিন আগে ছুটির আবেদন করেছিলেন লি। বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছিল তাকে। কিন্তু সেমিফাইনালের সাত দিন আগে হঠাৎ উধাও হয়ে যান তিনি। সতীর্থদের কাউকেই কিছু জানাননি। তারপর হঠাৎ করে ফেসবুক, টুইটারে একটি ছবি দেখে আঁতকে ওঠেন হেডেন, গিলক্রিস্টরাও। ব্রেট লি শেরওয়ানি, কুর্তা পরে নাচছেন। এর মধ্যে তাকে অস্ট্রেলীয় সতীর্থরা অভিনন্দনও জানিয়েছেন। সিনেমার নাম 'আনইন্ডিয়ান'। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে। সিনেমাটি 'লার্জার দ্যান লাইফ' ধাঁচের কাহিনীর ওপর চিত্রায়িত হবে। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়া পর্বের শুটিং আপাতত শেষ হয়ে গেছে। লি'র সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তানিষ্ঠা চট্টোপাধ্যায়কে। তবে ব্রেট লি-ই কি নায়ক? সেটা নিয়ে পাকাপাকি কিছু জানা যাচ্ছে না।