বসুন্ধরা শপিংমলের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে বলিউডের ব্লক বাস্টার হিট হিন্দি মুভি 'ডন টু'। ফারহান আক্তার পরিচালিত আন্ডার ওয়ার্ল্ডের গল্পে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, হার্টথ্রব হৃতি্বক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত, কুনাল কাপুর, ওম পুরি, বোমান ইরানি প্রমুখ। ছবিটি 'ডন' ছবির সিকুয়্যাল। এতেও শাহরুখ অভিনয় করেন। সত্তরের দশকে নির্মিত প্রথম 'ডন' ছবিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন।