আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর হাজার বছরের প্রাচীন নিদর্শন মহাস্থানগড়ে ধারণ করা 'ইত্যাদি'র একটি বিশেষ পর্ব প্রচারিত হবে। প্রায় ২৫ হাজার দর্শক নিয়ে ২০১০ সালের ১০ এপ্রিল বগুড়ার মহাস্থানগড়ের গোকুল মেধ-এর সামনে ধারণ করা হয়েছিল 'ইত্যাদি'র এ প্রশংসিত পর্বটি।
বিষয়-বৈচিত্র্যে ভরপুর 'ইত্যাদি'র এ পর্বে ছিল বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। কৃষি উন্নয়নে একনিষ্ঠকর্মী বগুড়ারই এক কৃষি বিজ্ঞানীর নতুন উদ্ভাবনের ওপর রয়েছে একটি সচিত্র প্রতিবেদন। বগুড়ার ধুনটের প্রতিবন্ধী যুবক কফিলউদ্দিনের ওপর রয়েছে একটি মর্মস্পর্শী প্রতিবেদন। প্রশংসিত এ পর্বটি এবার পুনঃপ্রচার হচ্ছে দর্শক অনুরোধে।