দিনে দিনে অনন্য এক উচ্চতায় উঠে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। সমসাময়িক সব অভিনেত্রীকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন তিনি। তাই ২০১৪ সালের সেরা অভিনেত্রী ধরা হচ্ছে তাকে। সম্প্রতি ভারতীয় প্রভাবশালী একটি পত্রিকার জরিপেই উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি বলিউডের সেরা ৫০ জন অভিনেত্রীর তালিকা প্রকাশ করে পত্রিকাটি। এ তালিকায় শীর্ষে আছেন দীপিকা। কারণ ২০১৪ সালে দর্শক সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন দীপিকাকে নিয়ে। একই সঙ্গে সমালোচকদের চোখেও দীপিকা ছিলেন সমাদৃত। তালিকায় দীপিকার পরেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তৃতীয় স্থান অর্জন করেছেন ক্যাটরিনা কাইফ, চতুর্থ স্থানে কারিনা কাপুর খান। পর্যায়ক্রমে এরপর আছেন আলিয়া ভাট, সোনাক্ষি সিনহা, সোনম কাপুর, মাধুরী দীক্ষিত, আনুশকা শর্মা, পরিণীতি চোপড়া প্রমুখ।
প্রতি বছরই পত্রিকাটি জরিপ প্রকাশ করে। অনেকের এ নিয়ে আগ্রহ রয়েছে। কিন্তু দীপিকা এ ব্যাপারে কিছুই বলেননি। তিনি খুব একটা আগ্রহীও নন জরিপ নিয়ে। তবে তার আশপাশের মানুষ দারুণ খুশি। তারা বলেছেন, দীপিকা এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তার কাছে কাজটিই আসল। কাজেই ডুবে থাকতে চান দীপিকা। তিনি মনে করেন, কাজে ডুবে থাকলে সুনাম আসবে। আর সুনামে ডুবে থাকলে কাজের ক্ষতি হবে।