সদ্য মুক্তি পাওয়া 'মাই চয়েস' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন নিয়ে দীপিকা পাড়ুকোনের কণ্ঠে সাহসী সংলাপ শুনে এর পক্ষে-বিপক্ষে একেকজন একেকরকম মত দিচ্ছেন। আরও অনেকের মতো সোনাক্ষি সিনহাও নারীর ক্ষমতায়ন সম্পর্কে নিজস্ব মতামত প্রকাশ করেছেন। 'মাই চয়েস' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রশংসা করলেও, দীপিকার সংলাপের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন তিনি। সোনাক্ষি বলেন, 'নারীর ক্ষমতায়ন মানে সবসময় আপনি কী ধরনের পোশাক পরবেন কিংবা কার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করবেন তা নয়। নারীর ক্ষমতায়নের অর্থ হলো কর্মক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতা অর্জন।'
'মাই চয়েস' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পর্কে সোনাক্ষি মন্তব্য করেন, 'এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। তবে আমি বিশ্বাস করি, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে সেই নারীদের মধ্যে, যাদের জন্য সত্যিই এটি জরুরি। কারণ তাদের অবস্থান নারীর ক্ষমতায়ন থেকে বহু দূরে।'