পর্ণোতারকা হিসেবে নিজের অতীত নিয়ে গর্বিত বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। অনেকেই নিজের অস্বস্তিকর অতীত নিয়ে কথা বলতে না চাইলেও সানির এ নিয়ে কোনো দ্বিধা নেই। তাইতো নিদ্বির্ধায় নিজের অতীত স্বীকার করেন তিনি। আর পর্ণো তারকা হিসেবে নিজের অতীতের কারণেই তিনি আজ এত জনপ্রিয়তা পেয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে 'জিসম-২' অভিনেত্রী সানি বলেন, 'আমি আমার অতীতের কারণেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি। তাই অতীত নিয়ে কথা বলতে আমি একটুও লজ্জাবোধ করি না। ইন্টারনেটে যা রয়েছে তা মুছে ফেলতে পারি না। যা প্রকাশিত তা প্রকাশিতই।'
৩৩ বছর বয়সী এ অভিনেত্রী সব মুভিতে সাহসী দৃশ্যে অভিনয় চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে সেইসঙ্গে রক্ষণশীল চরিত্রেও অভিনয় করতে চান তিনি।
তিনি বলেন, 'যদি গল্প তা দাবি করে তাহলে অবশ্যই রক্ষণশীল চরিত্রে অভিনয় করব। সব ছবিই আমাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। আমি কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে চাই না। যদি এটি কেউ করে তাহলে তার সৃজনশীলতা নষ্ট হয়ে যায়।'
উল্লেখ্য, ববি খান পরিচালিত 'এক পাহেলি লীলা' মুভিতেও সাহসী দৃশ্যে অভিনয় করেছেন সানি। মুভিটি আগামী ১০ এ্রপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/৫ এপ্রিল ২০১৫/শরীফ