বিগত কয়েকমাসে বেশ কয়েকবার আলোচনায় উঠে আসেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। হয়ে ওঠেন খবরের শিরোনাম। এগুলো সবই ছিল জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে। এবার আর মামলা নয়, শিরোনাম হলেন মিউজিক ভিডিও দিয়ে।
অতীতকে ভুলে নতুনভাবে পথচলা শুরু করেছেন হালের আলোচিত এই অভিনেত্রী। ডুব মেরেছেন ব্যস্ততার রাজ্যে। ইতোমধ্যে সময় দিয়েছেন একটি মিউজিক ভিডিও ও কয়েকটি বিজ্ঞাপন চিত্রে। এবার প্রকাশিত হচ্ছে সেই মিউজিক ভিডিওটি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি এমনটাই জানালেন। হ্যাপি বলেন, আগামী ৮ এপ্রিল আমার অভিনীত এই মিউজিক ভিডিওটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। রাশেদ মজুমদারের পরিচালনায় এতে আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী ফাহিম। আশা করি দর্শকরা আমাদের রসায়ন গ্রহণ করবেন। কারণ ভিডিওটির দৃশ্যায়ন ও উপস্থাপনা একটু ব্যতিক্রমভাবে তুলে ধরা হয়েছে।
এই মিউজিক ভিডিওটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে দাবি করে হ্যাপি আরও বলেন, আশা করি ওয়ান অব দ্য বেস্ট মিউজিক ভিডিও হবে এটি। বাকিটা না হয় দর্শকরাই বিচার করবে।
এছাড়া বেশ কয়েকটি নাটকের প্রস্তাব পেয়েছি। ঈদের একটি নাটকেও কাজ করার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল, ২০১৫/ রশিদা