নব্বই দশকের সাড়া জাগানো 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিতে শাহরুখ খান ও কাজল জুটির অনবদ্য অভিনয় অগণিত দর্শকের হৃদয় জয় করেছিল। এবার এই জুটিকে নিয়ে 'দিলওয়ালে' ছবি নির্মাণ করছেন 'চেন্নাই এক্সপ্রেস'-খ্যাত বলিউডের চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি। সম্প্রতি তিনি জানিয়েছেন, বড়দিন উৎসবকে সামনে রেখে 'দিলওয়ালে' মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর। রোহিত শেঠি বলেন, 'বর্তমানে দিলওয়ালে ছবির শুটিং চলছে। ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাই না আমি। শুধু এটুকু বলব, রোহিত শেঠি যে ধরনের ছবি বানায়, এটিও হবে তেমন ছবি।'
কমেডি-ড্রামা ঘরানার 'দিলওয়ালে' ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রোহিত শেঠি ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। শাহরুখ-কাজল ছাড়াও ছবিটির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই তারকা বরণি ধাওয়ান ও কৃতী শ্যাননকে।